সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৪:১১ সময়
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর পলাতক ।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন মৈত্র বলছেন, এখনও যেহেতু মামলা তদন্তে রয়েছে সেহেতু কিছু বলা যাচ্ছে না।তদন্তে যার নাম পাওয়া যাবে তাকে গ্রেপ্তার করা হবে।
এর আগে গতকাল সোমবার পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রত্যাহার করা হয়েছে আরও তিন পুলিশ সদস্যকে।
সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন, বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।